Header Ads

আম্পায়ারিং বিতর্কে একাকার কুমিল্লা-রংপুর ম্যাচ !!

আম্পায়ারিং বিতর্কে একাকার কুমিল্লা-রংপুর ম্যাচ !!এবারের বিপিএলে একের পর এক বিতর্ক চলছেই।  মাঠের পিচ, আম্পায়ারিং, সিদ্ধান্ত, সব কিছু যেন বিতর্কে একাকার হয়ে গেছে।  তবে সবচেয়ে বেশি বির্তকের জন্ম দিয়েছে আম্পায়ারিং।  একের পর এক ভুল সিদ্ধান্ত দিয়েই চলছে তারা।  কখনো ভুল আউট দেওয়া, কখনো আউট না দেওয়া, কখনো নিশ্চিত বল ওয়াইডের সংকেত দেওয়া, আবার কখনো সাত বলে ওভার দেওয়ার মত ঘটনাও ঘটেছে। আর সেই বিতর্ক থেকে বাদ গেলনা রংপুর-কুমিল্লার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটও।  ম্যাচে তামিমের একটি এলবি দেননি আম্পায়ার।  কিন্তু রিপ্লেতে দেখা গেছে বলটি মিডলস্টাপ বরাবর ছিল। 

মেনে নেওয়া যায় যে, আম্পায়ার হয়তো বলটি ঠিক মত দেখতে পাননি কিংবা তার কাছে মনে হয়ছে এটা আউট ছিলনা।  কিন্তু সবার সামনে দিয়ে ওয়াই
 বলকে যখন রাইট ঘোষনা করা হয় তখন আম্পায়ারের চোখের দৃষ্টি নিয়ে কথা তোলাই যায়। 
ব্যাটিংয়ে তখন স্যামুয়েলস।  বোলিংয়ে উদানা।  সেই ওভারে প্রকাশ্য দিবালোকের মত দুইটি বল নিশ্চিত ওয়াইড ছিল।  কিন্তু আম্পায়ার সেটাকে বল ঘোষনা করেই খালাস।এমন ক্লোজ ম্যাচে কিংবা এমন গুরুত্বপূর্ন ম্যাচে এক একটি বল যেখানে অনেক গুরুত্বপূর্ন সেখানে নিশ্চিত ওয়া্‌ইড দুটি বলকে রাইট দিয়ে দেন আম্পায়ার।

এভাবে ভুল সিদ্ধান্ত হতে থাকলে বিতর্ক কোথায গিয়ে থামবে কে জানে?

No comments

Powered by Blogger.