Header Ads

কুমিল্লা হারেনি,হেরেছে ক্রিকেট#



কুমিল্লা হারেনি,হেরেছে ক্রিকেট# অভিনন্দন রংপুর ! অভিনন্দন আম্পায়ার ! অভিনন্দন বিসিবি ! অভিনন্দন জালাল ইউনুস ! অভিনন্দন ম্যশ ! যে দেশে স্বয়ং ক্রিকেটের পরিচালকরা (বিসিবি) ম্যাচ ফিক্সিং করে সে দেশে ক্রিকেট কতটুকু আর সুগম্য হবে। আর আম্পায়ার গুলোর কথা বাদই দিলাম। আমার মনে হয় একটা অন্ধ যদি আম্পায়ারিং করতো তাহলে আরো ভালো ডিসিশন দিতে পারতো।
 বিসিবির বরাবরই টুর্নামেন্টের শুরু থেকে কুমিল্লার বিরুদ্ধে ছিলো।কিছু বললেই একটা ভয় দেখায় বিপিএল ফ্রাঞ্চাইজি থেকে বাদ দিয়ে দিবো। আল্লাহ জানে আর বিসিবি জানে কত টাকার বিনিয়ময়ে ক্রিকেটকে বিক্রি করছে বিসিবি কামলা রংপুইরাদের কাছে।

 .. কুমিল্লা হারলেও মনে কষ্ট নেই,কারন কুমিল্লাই সেরা,কুমিল্লাই জয়ী হয়েছে।ফাইনালে মনে ঢাকা বা রংপুর কিছুই থাকবে না থাকবে শুধু কুমিল্লা। কুমিল্লা হারেনি হেরেছে ক্রিকেট। ঠকানো হয়েছে কুমিল্লাকে।সেইম অন বিসিবি,সেইম অন রংপুর,সেইম অন ঐ সমস্ত মানুষদের যারা নিজের স্বার্থে ক্রিকেটের এই অন্যায়কে সমর্থন দিয়েছে।

No comments

Powered by Blogger.