Header Ads

প্রথম দিনের নিলামে আইপিএলের ৮টি দলের খেলোয়াড়দের তালিকা দেখেনিন

২৮ জানুয়ারী ২০১৮




http://abirinternetk.blogspot.com/2018/01/blog-post_87.html
http://abirinternetk.blogspot.com/2018/01/blog-post_26.html
Despacito - Justin Bieber (Lyrics Video) ft. Luis Fonsi & D.Y.







আইপিএল-১১ ক্রিকেটার নিলামে প্রয়োজন মতো ক্রিকেটার কিনে দল গুছিয়ে নিল আটটি ফ্র্যাঞ্চাইজি৷ একঝলকে দেখে নেওয়া যাক আটটি দলের প্রাথমিক স্কোয়াড কেমন হল৷ অন্তত ১৮ জনের স্কোয়াড গড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে৷ সর্বাধিক ২৫ জনকে দলে নেওয়া যাবে৷ সর্বাধিক ৮ জন বিদেশী ক্রিকেটারকে রাখা যাবে স্কোয়াডে৷

কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন (৮.৫ কোটি, রিটেন), আন্দ্রে রাসেল (৭ কোটি, রিটেন), মিচেল স্টার্ক (৯.৪ কোটি), ক্রিস লিন (৯.৬ কোটি), দীনেশ কার্তিক (৭.৪ কোটি), রবিন উথাপ্পা 

(৬.৪ কোটি, আরটিএম কার্ড), পীযুষ চাওলা (৪.২ কোটি, আরটিএম), কুলদীপ যাদব (৫.৮ কোটি, আরটিএম), শুভমন গিল (১.৮ কোটি), ইশাঙ্ক জাগ্গি (২০ লক্ষ)। 

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (১৫ কোটি, রিটেন), হার্দিক পান্ডিয়া (১১ কোটি, রিটেন), জসপ্রীত বুমরাহ (৭ কোটি, রিটেন), কায়রন পোলার্ড (৫.৪ কোটি, আরটিএম), প্যাট কামিন্স (৫.৪ কোটি), মুস্তাফিজুর রহমান (২.২ কোটি), সূর্য্যকুমার যাদব (৩.২০ কোটি),

চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি (১৫ কোটি, রিটেন), সুরেশ রায়না (১১ কোটি, রিটেন), রবীন্দ্র জাদেজা (৭ কোটি, রিটেন), ফ্যাফ ডু’প্লেসি (১.৬ কোটি, আরটিএম), ডোয়েন ব্র্যাভো (৬.৪ কোটি, আরটিএম), হরভজন সিং (২ কোটি), শেন ওয়াটসন (৪ কোটি), কেদার যাদব (৭.৮ কোটি), আম্বাতি রায়াডু (২.২ কোটি), ইমরান তাহির (১ কোটি), করণ শর্মা (৫ কোটি)

দিল্লি ডেয়ার ডেভিলস: ঋষভ পন্ত (৮ কোটি, রিটেন), ক্রিস মরিস (৭.১ কোটি, রিটেন), শ্রেয়স আইয়ার (৭ কোটি, রিটেন), গ্লেন ম্যাক্সওয়েল (৯ কোটি), গৌতম গম্ভীর (২.৮ কোটি), জেসন রয় (১.৫ কোটি), কলিন মুনরো (১.৯ কোটি), মহম্মদ সামি (৩ কোটি, আরটিএম), কাগিসো রাবাদা (৪.২ কোটি, আরটিএম), অমিত মিশ্র (৪ কোটি),

কিংস ইলেভেন পাঞ্জাব: অক্ষর প্যাটেল (৬.৭৫ কোটি, রিটেন), রবিচন্দ্রন অশ্বিন (৭.৬ কোটি), যুবরাজ সিং (২ কোটি), করুণ নায়ার (৫.৬ কোটি), লোকেশ রাহুল (১১ কোটি), ডেভিড মিলার (৩ কোটি, আরটিএম),অ্যারন ফিঞ্চ (৬.২ কোটি), মার্কাস স্টোইনিস (৬.২ কোটি, আরটিএম), মায়াঙ্ক আগরওয়াল (১ কোটি)

রাজস্থান রয়্যালস: স্টিভ স্মিথ (১২ কোটি, রিটেন), বেন স্টোকস (১২.৫ কোটি), অজিঙ্কা রাহানে (৪ কোটি, আরটিএম), স্টুয়ার্ট বিনি (৫০ লক্ষ), সঞ্জু স্যামসন (৮ কোটি), জোস বাটলার (৪.৪ কোটি), রাহুল ত্রিপাঠি (৩.৪ কোটি)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (১৭ কোটি, রিটেন), এবি ডি’ভিলিয়ার্স (১১ কোটি, রিটেন), সরফরাজ খান (১.৭৫ কোটি, রিটেন), ব্রেন্ডন ম্যকালাম (৩.৬ কোটি), ক্রিস ওকস (৭.৪ কোটি), কলিন ডি’গ্র্যান্ডহোম (২.২ কোটি), মঈন আলি (১.৭ কোটি), কুইন্টন ডি’কক (২.৮ কোটি), উমেশ যাদব (৪.২ কোটি), যুবেন্দ্র চাহাল (৬ কোটি, আরটিএম), মনন ভোরা (১.১ কোটি)

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (১২ কোটি, রিটেন), ভুবনেশ্বর কুমার (৮.৫ কোটি, রিটেন), শিখর ধাওয়ান (৫.২ কোটি, আরটিএম), সাকিব আল হাসান (২ কোটি), কেন উইলিয়ামসন (৩ কোটি), মণীশ পান্ডে (১১ কোটি), কার্লোস ব্রাথওয়েট (২ কোটি), ইউসুফ পাঠান (১.৯ কোটি), ঋদ্ধিমান সাহা (৫ কোটি), রশিদ খান (৯ কোটি, আরটিএম), ঋকি ভুই (২০ লক্ষ)। 

No comments

Powered by Blogger.