Header Ads

বাড়লো ম্যাচ সংখ্যা! এশিয়াকাপ পর্যন্ত ৩০-৩২ টি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। নতুন সূচি দেখে নিন

বাড়লো ম্যাচ সংখ্যা! এশিয়াকাপ পর্যন্ত ৩০-৩২ টি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। নতুন সূচি দেখে নিন



অাগামী ১৫ জানুয়ারী থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশী সিরিজের জন্য অনুশীলে নেমে পড়েছে বাংলাদেশ। ২০১৮ সালের প্রায় প্রতিটি মাসেই খেলা রয়েছে টাইগারদের। ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে জিম্বাবুয়ে, অাফগানিস্থানের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ। ব্যাস্ত এই সূচিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার সাথে ত্রিদেশী ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
এরপর শ্রীলঙ্কার সাথে ২ টেস্ট এবং ২ টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সম্ভাব্য সিরিজ হিসাবে ফেব্রুয়ারি শেষের দিকে দুবাইয়ে অাফগানিস্থানের বিপক্ষে ৩-৫ ওয়ানডে ম্যাচচ খেলতে পারে বাংলাদেশ। যদিও এ সিরিজটি এখনো চূড়ান্ত হয়নি। তবে এই সিরিজটি এপ্রিল/মে তে হতে পারে। মার্চে শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত, শ্রীলঙ্কার সাথে ত্রিদেশী টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
এই সিরিজে প্রতিটি দল প্রতিটি দলের সাথে ২ টি করে ম্যাচ খেলবে। বছরের মাঝে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ২ টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। অাগস্টে অাইসিসি এফটিটি তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ২ টি-টুয়েন্টি খেলার কথা রয়েছে। সেপ্টেম্বরে রয়েছে এশিয়াকাপ। যেটি বাংলাদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে।
ত্রিদেশি সিরিজের জন্য চূড়ান্ত সময় সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ত্রিদেশী সিরিজ
প্রস্তুতি ম্যাচ : ১৩ জানুয়ারি : বিসিবি একাদশ বনাম জিম্বাবুয়ে
প্রথম ম্যাচ : ১৫ জানুয়ারি : বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
দ্বিতীয় ম্যাচ : ১৭ জানুয়ারি : জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা
তৃতীয় ম্যাচ : ১৯ জানুয়ারি : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
চতুর্থ ম্যাচ : ২১ জানুয়ারি : বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
পঞ্চম ম্যাচ : ২৩ জানুয়ারি : জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কা
ষষ্ঠ ম্যাচ : ২৫ জানুয়ারি : বাংলাদেশ বনাম শ্রীংলঙ্কা
ফাইনাল : ২৭ জানুয়ারি
ত্রিদেশী সিরিজের সবকয়টি ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে। সব কয়টি ম্যাচই ডে-নাইট হবে।
টেস্ট সিরিজ
প্রথম টেস্ট : ৩১জানু- ৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, চট্টগ্রাম
দ্বিতীয় টেস্ট : ৮-১২ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, মিরপুর
টি-টুয়েন্টি সিরিজ
প্রথম টি-টুয়েন্টি : ১৫ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, মিরপুর
দ্বিতীয় টি-টুয়েন্টি : ১৮ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সিলেট

////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

No comments

Powered by Blogger.